মুন্সীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি নৌকা বাইচ অনুষ্ঠিত

Date: 2025-10-08
news-banner
মুন্সিগঞ্জ সংবাদদাতা:
জেলা মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে শহীদ জিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে নিউ বুলেট দয়হাটা চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর  সেলামতি পল্টন আড়িয়াল বিলে শ্যামসিদ্ধি ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে এবং ছাত্রনেতা সুমন হোসেন ও ফয়সাল হোসেনর পরিচালনায় এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এ সময় শত শত মাঝি-মাল্লার বৈঠার টানে টানে হৈ-হুল্লোর আর বাদ্যযন্ত্রের তালে তালে মাতিয়ে তোলে ঐতিহ্যবাহী আড়িয়াল বিল এলাকা।
এতে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল এক্সপ্রেস, নিউজ বুলেট, বাগবাড়ী, লস্করপুর একতাসহ বেশকিছু বিশালাকার ছিপ নৌকা ও কোষা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী নৌকার মাঝি-মাল্লাদের হাতে পুরস্কার হিসেবে একাধিক টিভি তুলে দেন আয়োজক কমিটির আমন্ত্রিত অতিথিরা। এদিন নৌকা বাইচ উপভোগ করতে আড়িয়াল বিল এলাকায় প্রায় ৫ হাজার মানুষের সমাগম ঘটে। 
বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সাঃ সম্পাদক মতিউর রহমান মতিন, ইউনিয়ন বিএনপির  সাঃ সম্পাদক ফিরোজ আলম প্রধান। এছাড়াও ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল আলম দেওয়ান, সাঃ সম্পাদক আঃ রহিমসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments