মুন্সীগঞ্জের বিড়াল পাড়ি জমালো ইতালিতে

Date: 2025-11-06
news-banner

শেখ মোহাম্মদ রতন, মুন্সীগঞ্জ থেকে-

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকার রিক্তা বেগম ও আব্দুল হাই দম্পতির পোষা বিড়াল ‘ক্যান্ডি’ পাসপোর্টে বিমানের টিকিট ও সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইতালি পাড়ি দিয়েছে। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে উড়াল দেয় ক্যান্ডি।

বিড়ালটিকে নিতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। এর মধ্যে বিমানভাড়া প্রায় ৪০ হাজার, আর বাকি টাকায় হয়েছে স্বাস্থ্য সনদ, মাইক্রোচিপ, এনওসি ও ট্রানজিট ক্লিয়ারেন্সের খরচ।

রিক্তা বেগম বলেন, “ক্যান্ডি এখন আমাদের পরিবারের অংশ। ওকে ফেলে যাওয়ার কথা ভাবতেই পারিনি।” ২০২১ সালে ১৫ হাজার টাকায় কেনা ক্যান্ডি তাদের ছেলে স্বপ্নীল হাসান শিথিলের প্রিয় পোষা প্রাণী।

ডা. শিবেন চন্দ্র লিটন জানান, বিদেশে প্রাণী নিতে টিকা, স্বাস্থ্য সনদ ও মাইক্রোচিপ বাধ্যতামূলক। ক্যান্ডির শরীরে মাইক্রোচিপ বসানো হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল বলেন, “মুন্সীগঞ্জ থেকে এবারই প্রথম কোনো পোষা বিড়াল বিদেশে গেছে। এটি প্রাণীর প্রতি মানুষের ভালোবাসার এক দৃষ্টান্ত।”

রিক্তা বেগমের পরিবার ইতালিতে, সঙ্গে সদস্য হিসাবে ক্যান্ডিও যুক্ত হলো।

Leave Your Comments