মুন্সীগঞ্জ সংবাদদাতা:
জেলা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর বাঘাডাঙ্গা এলাকা থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১০।  
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বাঘাডাঙ্গা এলাকার আল্লাহর দান নামক দোকানের পশ্চিম পাশে চুন্নু ফকিরের ইটের উন্মুক্ত প্রাচীরে ঘেরা কাশবনের মধ্যে পরিত্যক্ত জায়গায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।