নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা:
ঝালকাঠি নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা
ইলেন ভুট্টো ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করায় সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ
উদ্দীপনা শুরু হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল
থেকে দুপুর পর্যন্ত নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে এ গণসংযোগ
কর্মসূচি করা হলে নেতা কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
গণসংযোগকালে বিএনপি প্রার্থী ইসরাত
সুলতানা ইলেন ভুট্টো সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের খোঁজখবর নেন এবং আসন্ন
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “জনগণের ভোটাধিকার
ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। দেশের
মানুষ আজ পরিবর্তন চায়-সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ।”
এসময় ইলেন ভুট্টো সরকারের ব্যর্থতা,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও গণতন্ত্রের সংকট নিয়ে কথা বলেন এবং জনগণের সমর্থন
কামনা করেন।
তিনি আরও প্রতিশ্রুতি দেন যে,
নির্বাচিত হলে নলছিটির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক
পরিবর্তন আনবেন।
গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত
ছিলেন-বিএনপির ঝালকাঠি জেলা শাখার সাবেক উপদেষ্টা মোঃ গোলাম মোস্তফা সালু, সিদ্ধকাঠি
ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ হাবিব মল্লিক, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ
সম্পাদক মোঃ কামাল খান সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য
নেতা-কর্মী।
গণসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে
উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষ বিএনপি প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা
জানায় এবং ধানের শীষের পক্ষে সমর্থন জানায়।
এছাড়া কর্মসূচির বিভিন্ন স্থানে
সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন,
“নলছিটি বিএনপির ঘাঁটি। এখানে
গণতন্ত্রবিরোধী শক্তির কোনো স্থান নেই। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে একযোগে কাজ
করতে হবে।”
দিনব্যাপী এই গণসংযোগ ও পথসভায়
নারী, যুবক ও প্রবীণসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা
যায়।