নাটোরে বাস ও অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩, আহত ২

Date: 2025-10-06
news-banner

নাটোর সংবাদদাতা:

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সার যাত্রী নিহত হয়েছে। সময় আহত হয়েছে আরো যাত্রী। আজ সোমবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন স্থানীয়রা জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরিতমুখি একটি যাত্রীবাহী অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার তিন যাত্রী নিহত এবং দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এবং মরদেহ তিনটি পুলিশ হেফাজতে নেয়। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বাসটি আটক করতে পারলেও বাসের চালক চালকের সহকারী পালিয়ে যায়। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।


advertisement image

Leave Your Comments