নরসিংদীতে ৩৪০ পিচ বোতল বিদেশী মদ জব্দ

Date: 2025-09-14
news-banner
নরসিংদী সংবাদদাতা: 
জেলা নরসিংদীর বেলাবোতে ৩৪০ বোতল বিদেশী মদ ও একটি  ডিস্ট্রিক ট্রাক  জব্দ সহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয়। 
3r5caQy.jpegmEWW8M4.jpeg
আটককৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ছয়না (ঘটমাঝি) গ্রামের মৃত হারেছ ব্যাপারীর ছেলে রসুল ব্যাপারী ও একই উপজেলার কুঙ্গীপাড়া গ্রামের মৃত কামাল খাঁনের ছেলে মোঃ রাব্বি খাঁন।
l3RNYdQ.jpeg
বেলাবো থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার নারায়নপুর ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
dugqBhZ.jpeg
আটক রসুল ও রাব্বির বিরুদ্ধে নিয়মিত মাদক চোরাচালান আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Leave Your Comments