বাউফল সংবাদদাতা :পটুয়াখালী বাউফলে সুবিধাবঞ্চিত মেধাবী বিশ শিক্ষার্থীর মধ্যে ১লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আমিনুল ইসলাম শিক্ষার্থীদের হাতে এ অনুদানের চেক তুলে দেন।

শিক্ষা মন্ত্রনালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় উপজেলার রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার ষষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা এ চেক গ্রহণ করেন।

একাডেমিক সুপারভাইজার মো. নুরনবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাপুর বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. আজাহার উদ্দিন, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, সম্পাদক জসিম উদদীন, সাংবাদিক এনামুল হক এনা ও সবুজ সরকারসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।