পটুয়াখালীতে গ্রীষ্মকালীন জাতীয় প্রতিযোগিতার ক্রীড়া সামগ্রী বিতরণ

Date: 2025-09-17
news-banner
মো. ইয়াকুব আলী রুবেল, বাউফল:
  1. বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পটুয়াখালী বাউফলে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
  2. D3onldO.jpeg
  3. উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার নুরুন্নবীসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের প্রধানগন।

  4. সভা শেষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে গ্রীষ্মকালীন ক্রিড়া সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। 
  5. ZQSCBze.jpeg
  6. ক্রিড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলি বল, ক্রিকেট ব্যাট, হেলমেট, নেট , গ্লোবস, স্টাম , ব্যাডমিন্টন, ফেদার সহ নানা সামগ্রী। 
  7. প্রথমবারের মতো ক্রীড়া সামগ্রী পেয়ে কারখানা দারুন ইসলাম আলিম মাদ্রাসার অধ্যাক্ষ হাবিবুর রহমান, হোনাহুরা ইসলামীয়া নেসারিয়া ফাজিল মাদ্রাসার মাওলানা সাহাবুদ্দিন আল মামুন ও পশ্চিম কাছিপাড়া দাখিল মাদ্রাসা সুপার ফারুক আহমেদ বলেন, চাকরি জীবনে প্রথমবার প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী পেয়েছি। উপজেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয় বিষয়টি এর আগে আমাদের জানা ছিল না। 
  8. STpORXv.jpeg
  9. এ সময় মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ‌।

Leave Your Comments