তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল থেকে :
জেলা পটুয়াখালীর বাউফল পৌর শহরের ৩ টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮/০৯/২০২৫) বেলা সারে ১২টায় বাউফল পৌরসভা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশ এবং ডায়াগনস্টিক ও ক্লিনিকের শর্ত না মেনে চলায় এ জরিমানা করা হয়।
"মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২" এর ধারা ৯ লঙ্ঘনের অপরাধ ধারা ১৩ অনুসারে- পলি এক্সরে এন্ড প্যাথলজি, বাউফল হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ক্লিনিক এন্ড চক্ষু হাসপাতাল কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ মিলু এবং এম, ও,ডি,সি গোলাম মোস্তাহিদ তাসরিক বাউফল এই মোবাইল টিম পরিচালনা করেন।
ওই সময় প্রাথমিকভাবে সতর্ক করে বলেন, পুনরাবৃত্তি ঘটলে জেল জরিমানা উভয়দন্ডে দন্ডিত করা হবে।