পটুয়াখালীতে ১৫০ শিক্ষার্থীর মধ্যে বই-খাতা-কলম বিতরণ

Date: 2025-09-16
news-banner
পটুয়াখালী সংবাদদাতা :
পটুয়াখালী বাউফলে দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তায় ১৫০ জন  প্রাথমিকের শিক্ষার্থীকে বই-খাতা ও কলম বিতরণ করেছেন যুবদল নেতা রাহাত খান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার কালাইয়া ইউনিয়নের ৮০ নং শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
2s05efC.jpeg
পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের নিয়ে দ্রুত ফলনশীল একটি নারিকেল চারাও রোপন করেন।

রাহাত বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক, কালাইয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী। 
2XPXXKj.jpeg
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. সায়মা আক্তার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা, গ্রাম পুলিশ বেল্লাল হোসেন চৌকিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইছহাক খান বলেন, "এর আগে কখনই উপহার পাইনি। উপহার পেয়ে আরও ভাল রেজাল্ট করে বেশি বেশি উপহার পেতে চাই।"
RjwC4Gr.jpeg
যুবদল নেতা বলেন, "স্কুলটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং এখানকার অধীকাংশ শিক্ষার্থীর পরিবার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। বই- খাতা-কলম কিনে দেওয়ার মতো সামর্থ্য অনেকের নেই। তাদের পাশে থেকে সহায়তার  চেষ্টা করছি।"

Leave Your Comments