পটুয়াখালীতে আসামি গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

Date: 2025-10-04
news-banner
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালীর বাউফলে হত্যা চেষ্টা, ছিনতাই ও মারধরের মামলার এক নম্বর আসামি স্বপন কুমার দেবনাথকে গ্রেপ্তার না করায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, মামলা দায়েরের ৪ মাস অতিক্রান্ত হলেও প্রধান আসামি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বাদীকে নানা কৌশলে মামলা তোলার জন্য হুমকি-ধামকি দিচ্ছে।
চলতি বছরের ১৭ জুন (২৫ ইং) তারিখে উপজেলার বাউফল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী দুলাল দেবনাথকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। এসময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তি করান। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী প্রথমে থানায় মামলা করার চেষ্টা করলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ রয়েছে। পরে বাদী হয়ে তিনি ২৩ জুন (২৫ ইং) তারিখে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২য় আমলী আদালতে সি আর মামলা নং-২৯/২৫ দায়ের করেন।

কিন্তু মামলা দায়েরের পর ৪ মাস পার হলেও ১ নম্বর আসামি স্বপন কুমার দেবনাথকে গ্রেপ্তার করা হয়নি। বরং তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়িয়ে বাদী ও তার পরিবারকে মামলা তোলার জন্য নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার।

এর প্রতিবাদে শনিবার দুপুর ১টার দিকে বাউফল হাসপাতালের সামনে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ভুক্তভোগীর ২ ভাই শংকর দেবনাথ, দুলাল দেবনাথ এবং ৪ বোন মঞ্জুরানি দেবনাথ, নীলিমা দেবনাথ, কাকলি রানী দেবনাথ ও জয়ন্তী রানী দেবনাথসহ স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রধান আসামিকে গ্রেপ্তার করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানাচ্ছি। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো না।”

এসময় তারা ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
advertisement image

Leave Your Comments