পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালী বাউফলে বগা ইউনিয়নের রাজনগর গ্রামে মোহাম্মদ রাকিবুর রহমান (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত রাকিবুর রহমান দক্ষিণ রাজনগর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
রাকিবুলের বোন রাফিজা বেগম জানান, প্রায় ৮ মাস আগে ভালবেসে বিয়ে করেন বরিশাল নগরীর নাম্মী আক্তারকে। সে বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। অন্যদিকে রাকিবুল ঢাকায় বসুন্ধরায় চাকরি করতেন। তবে বর্তমানে বেকার হয়ে পড়ায় দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। বেকারত্ব ও দাম্পত্য দ্বন্দ্ব থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের দাবি। মাগরিব নামাজের আজানের মুহুর্তে ঘরের সকলে নামাজে গেলে ওই মুহুর্তে ঘরের আড়ার সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। প্রথমে তার ছোট বোন রাফিজা দেখতে পায়। পরে স্বজনরা এসে মরদেহটি রশি কেটে নামিয়ে ফেলেন।
স্থানীয়রা রাকিবকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক ডা. শেখ শহীদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি আকতারুজ্জামান সরকার বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার বাবা স্ত্রী ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।