বাউফল সংবাদদাতা;
পটুয়াখালী বাউফল নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিতে 'পাইপড ওয়াটার সিস্টেম’ ও ‘হাইজিন কর্নার", এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রোগ প্রতিরোধে সহায়ক। নিরাপদ পানি পান করলে শিশুদের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসে।ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চললে শিক্ষাজীবন আরও আনন্দময় ও সুস্থ থাকবে।" তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদ্যালয়ের এই সুবিধাগুলোর যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার জন্য। পরে তিনি হাইজিন কর্নার ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী ও প্রধান শিক্ষক ইসরাত জাহান, ব্রাক কর্মসূচির এলাকা ব্যবস্থাপক জহিরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার রাবেয়া আক্তার, সংগঠক বিপ্লব কুমার মণ্ডল ও কর্মসূচী সংগঠক মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান ডিউকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
ব্র্যাক ওয়াশ কর্মসূচির এ দুটি কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪ লক্ষ ৭ হাজার টাকা।