পটুয়াখালীতে পুলিশ সুপারের ৬৪টি পূজা মণ্ডপ পরিদর্শন

Date: 2025-10-01
news-banner
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেছেন, ধর্মীয় কাজে যুবকরা যেভাবে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে, তেমনি বেশি বেশি পড়ার টেবিলেও থাকতে হবে। ৫ আগস্ট ও ৩৬ জুলাই শিক্ষার্থী ও যুবকদের হাত ধরেই এসেছে। আমরা সবাই মিলে বাংলাদেশকে দেখে রাখবো, সবাই মিলে দেশটাকে গড়বো ও সবাই একসাথে ভাল থাকবো। 8fCeWPO.jpeg
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার সময় পটুয়াখালী বাউফলের ৬৪টি পুজা মণ্ডপ পরিদর্শনে এসে কেন্দ্রীয় কালীবাড়ির দুর্গা মণ্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পুজা উদযাপন কমিটির সভাপতি সনজিৎ সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,, সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুর, ওসি আকতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অধীর রঞ্জন দাস ও রিপোটার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান।u1Q6e7X.jpeg
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কালিবাড়ী কার্যকরী কমিটির সভাপতি জীবনকৃষ্ণ সাহা, সহ-সম্পাদক শংকর কুমার বনিক, কোষাধ্যক্ষ লিটন সাহা, কেবিনেট সদস্য সুসান্ত কুমার সাহা ও যুব কমিটির সভাপতি সম্পাদক নিলয় কুমার বনিক ও উৎপল সাহা প্রমুখ।
advertisement image

Leave Your Comments