সাইফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) থেকে:
পটুয়াখালী বাউফলে ইয়ুথ ল্যান্ড রাইটস গ্রুপ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় স্পিড ট্রাস্ট (ফিল্ড অফিস) বিলবিলাস এলাকায় এ সভা কার্যক্রম শুরু হয়। 
ইয়ুথ লীডার ইমরান হোসেন সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, ফিল্ড ফেসিলিটেটর সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাওলানা ছিদ্দিকুর  রহমান, স্পিড ট্রাস্ট কর্মী সালমা বেগম ও জন সমবায়ের দলনেতা নুপুর বেগম। 
সভায় জন সমবায় দলীয় কার্যক্রম, ভূমিসত্ব ইস্যু এবং ইয়ুথ দলনেতার গুনাবলী বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্পিড ট্রাস্ট ফিল্ড ফেসিলিটেটর সাইফুল  বলেন, স্পিড ট্রাস্ট- ভূমি ও কৃষি চর্চা বিষয় নিয়ে কাজ করেছে।
উপজেলার চন্দ্রদ্বীপে ৯টি জন সমবায় গ্রুপ ও বাউফল ইউনিয়নের বিলবিলাস ৩ টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে ২০ জন করে মোট ২৪০ জন নারী সদস্য এবং ৩০ সদস্য বিশিস্ট ১ টি ইয়ুথ ল্যান্ড রাইস গ্রুপ রয়েছে। গ্রুপগুলো সংগঠিত ও সক্রিয় রাখার লক্ষে এই আলোচনা। 
 
উল্লেখ্য, এএলআরডির (মিজেরিয়া) সহযোগিতায় বাংলাদেশে টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র গ্রামীণ প্রান্তিক কৃষকদের ক্ষমতায়ন বিষয়ক কর্মসূচির মাধ্যমে উপজেলার চন্দ্রদ্বীপ ও বাউফল সদর ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।