ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমার আগামীর রাজনীতি নির্ধারিত
হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন, মৃত্যু পর্যন্ত এই এলাকাই
হবে আমার শেষ ঠিকানা।”
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ
উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা
শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন,
“অনেকেই হয়তো আপনাদের বলবে-উনাকে এটা দেওয়া হবে, সেটা দেওয়া
হবে। আমি আমার এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন আর ভোট ছাড়া কারও কিছু চাই না। আমি
আপনাদের সন্তান হয়েই থাকব, জীবনে ও মরণে।”
তিনি আরও বলেন, “বিএনপি এখনো অনেকগুলো আসনে প্রার্থী ঘোষণা
করেনি। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যারা দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার
করেছে। বর্তমানে বিএনপির সঙ্গে অন্যান্য দলের জোট গঠনের আলোচনা চলছে। জোটের দাবি অনুযায়ী
যেসব আসন তারা চেয়েছে, সেসব আসন আপাতত স্থগিত রাখা হয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, নিশ্চয়
তিনি যোগ্য হবেন।”
করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক
মিয়ার উদ্বোধনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা ইয়াহইয়া
মাছউদ। দুপুরের পর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও ওলামা দলের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।