রবিবার থেকে শুরু, টিকা পাবে ৫কোটি শিশু

Date: 2025-10-09
news-banner

অনলাইন ডেস্ক:
আগামী রবিবার (১২ অক্টোবর) থেকে সারা দেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। এক মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়া হবে বিনা মূল্যে

বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪৬ বছর ধরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সফলভাবে চলছে। বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনতে বাংলাদেশ এখন বিশ্বের কাছে একটি উদাহরণ।”

ডা. সায়েদুর রহমান আরও বলেন, “টিকাদান কর্মসূচিতে সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (T C V)। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত ও যাচাইকৃত (প্রি-কোয়ালিফাইড) একটি নিরাপদ ও কার্যকর টিকা।”

তিনি জানান, নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীসহ ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোর এই টিকা পাবে। সরকারের পক্ষ থেকে এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

বিশেষ সহকারী আরও বলেন, “বাংলাদেশ সরকার কোনো টিকা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার আগে এর নিরাপত্তা ও মান নিশ্চিত করে। তাই জনগণকে আশ্বস্ত করতে চাই—এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।”


advertisement image

Leave Your Comments