সততা ও ন্যায়নিষ্ঠার প্রতি অটল থাকতেই হবে, জেলা প্রশাসক

Date: 2025-09-16
news-banner
পটুয়াখালী সংবাদদাতা :
"সততা ও ন্যায়নিষ্ঠার প্রতি অটল থাকতেই হবে" এমন প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে এ কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “আমি তোষামোদি পছন্দ করি না। জেলা উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও  সাংবাদিকদের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকলেই উন্নয়ন ত্বরান্বিত হবে।”
আয়োজিত সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মুহাম্মদ জাকির হোসেন, দ্যা ডেইলি স্টার প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, দৈনিক গণদাবীর সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মোঃ গোলাম রহমান, সময় টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মনির হোসেন বাদল, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি মোঃ আতিকুল আলম সোহেল, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জাকির মাহমুদ সেলিম, দৈনিক আমার সংবাদ ও মাই টিভি প্রতিনিধি মোহাম্মদ মশিউর রহমান বাবলু, নাগরিক টেলিভিশনের মোঃ শফিকুল ইসলাম সুমন, কালবেলা প্রতিনিধি রাজিব দেবনাথ, জনবানী প্রতিনিধি রাকিবুল ইসলাম ও  দৈনিক সংবাদ সারা বেলা প্রতিনিধি মোঃ শাহিন উদ্দিন।

সভায় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়ে জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাবনা উপস্থাপন করেন। জেলা প্রশাসক পটুয়াখালীর সকল সমস্যা সমাধানে আশ্বাস দেন। 

Leave Your Comments