অনলাইন ডেক্স: 
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের
বাড়িভাড়া ৫শত টাকা বৃদ্ধির আগের পরিপত্র বাতিল করতে যাচ্ছে
সরকার। শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শতাংশ হাড়ে বাড়ি ভাড়া বৃদ্ধির
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার
(৮ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহম্মেদ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার এর মধ্যে অনুষ্ঠিত এক হাইলি কনফেনডিয়াল সভায় বিষয়টি নিয়ে
নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান সুবজ এবং
শিক্ষাসচিব রেহেনা পারভীন। 
শিক্ষা
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে
জানান, “শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া শতাংশ হাড়ে বৃদ্ধি করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবের সর্বোচ্চটুকু যেন শিক্ষক-কর্মচারীরা পান, সে অনুরোধ করেছেন
শিক্ষা উপদেষ্টা।”
তিনি
আরও বলেন, “শিক্ষকদের বেতন তুলনামূলকভাবে কম। তাই তাদের বাড়িভাড়া বৃদ্ধি জরুরি বলে শিক্ষা উপদেষ্টা মত দিয়েছেন।”
সম্প্রতি
অর্থ মন্ত্রণালয় থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫শত টাকা বৃদ্ধি করে একটি পরিপত্র জারি করা হয়। তবে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আগের পরিপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে
যাচ্ছে বলে জানিয়েছেন
সংশ্লিষ্ট কর্মকর্তা।
এর
আগে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া শতাংশ হারে বৃদ্ধি নিয়ে শিক্ষা ও অর্থ উপদেষ্টার
মধ্যে আলোচনা হয়।
এদিকে
বাড়িভাড়া মূল বেতনের ২০
শতাংশ করার দাবিতে
আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
জোটের
ব্যানারে মাদ্রাসা ও কারিগরি
শিক্ষা ক্ষাতের বিভিন্ন সংগঠন যুক্ত হচ্ছে।
জানা গেছে, ওই দিন ঢাকায়
কয়েক লক্ষ শিক্ষকের সমাবেশ ঘটানোর
পরিকল্পনা নিয়েছেন শিক্ষক নেতারা।