টিসু দিয়ে বাড় বাড় মুখ মুছলে হতে পাড়ে ক্যান্সার

Date: 2025-09-27
news-banner

অনলাইন ডেক্স:

প্রচন্ড গরমে ঘর থেকে বের হলে ঘামে শরীর আর জামাকাপড় একাকার হয়ে যায়। এর মাঝে মুখকে একটু স্বস্তি দিতে অনেকে মাঝে মধ্যে টিস্যু দিয়ে মুখ মুছে থাকেন। কেউ কেউ কিছুক্ষণ পরপরই মুখ মুছে থাকেন। তবে এর ফলে সাময়িক স্বস্তি পেলেও এই টিস্যুর বেশি ব্যবহার করাটা কিন্তু মোটেই ঠিক না।

টিসু ব্যবহারে উপকারের থেকে অপকার- বেশি হতে পারে। মার্কিন গবেষক জন কুক মিলসের গবেষণায় উঠে এসেছে এমনই কিছু তথ্য। সেখানে ওয়েট টিস্য়ু নিয়ে এমন কিছু তথ্য উঠে এসেছে, যা শুনলে চমকে উঠবেন।

তিনি জানিয়েছেন, ওয়েট টিস্যুতে রয়েছে সোডিয়াম লরিল সালফেট, যা কি স্পর্শকাতর ত্বকের জন্য খুবই ক্ষতিকর।টিস্যুর মধ্যে থাকা রাসায়নিক মিথাইল ক্লোরিসেথিয়া জোলাইন বড়দের ত্বকের জন্য ক্ষতিকর। ঘন ঘন ওয়েট ওয়াইপস ব্যবহার করলে এর প্লাস্টিক রাসায়নিক ধীরে ধীরে শরীরের নানা কোষে জমতে থাকে। ফলে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে এই ওয়েট টিস্যু।

বেশিরভাগ ওয়াইপসে রয়েছে প্লাস্টিকের তন্তু, যা প্রাকৃতিকভাবে পচনশীল নয়, এমন পদার্থ রয়েছে। যেগুলো পরিবেশের জন্যই ক্ষতিকারক। এই ওয়েট টিস্যু যেহেতু মাটিতে মিলিয়ে যায় না, এতে পরিবেশ ক্ষততিগ্রস্থ হয়।

 


Leave Your Comments